কোভিড ১৯ ও এ ক টি অপহর ণে র গল্প - আবদুল্লাহ আল মারুফ মুসান্না সকাল সাড়ে সাতটা বাজে। বাইরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। প্রীতম ঘুমাচ্ছিল।এরকম একটা ছন্দময় পরিবেশে ঘুমাতে বেশ মজা। কিন্তু হঠাৎ এক বজ্রপাতের শব্দে বেচারার ঘুম ভেঙে গেল। এক গ্লাস পানি খেয়ে আবার বিছানায় গা এলিয়ে দিল।শুয়ে শুয়ে ভাবতে শুরু করল বর্তমান পরিস্থিতি নিয়ে। করোনা ভাইরাসের ভয়াবহতা চারিদিকে বিরাজমান। " কি এক মহামারী এলো খোদা!" ভেবে উদাস হয় প্রীতম। আজ এক সপ্তাহ ধরে ওরা কোয়ারান্টাইনে আছে। কারো সাথে যোগাযোগ নেই। অবশ্য ফেসবুকের সাহায্যে ওর একাকীত্ব অনেকটাই কমে যায়। এসব ভাবতে ভাবতে হঠাৎ 'পাকিং'করে একটা শব্দ হলো। বুকের ওপর থেকে মোবাইলটা উঠিয়ে স্ক্রিনে দেখে একটি মেসেজ এসেছে। মেসেজটি সে পড়া শুরু করল। লেখা আছে, হাই, একটি ভালো ও একটি খারাপ খবর আছে। প্রথমেই আমার পরিচয় দিচ্ছি। আমি ডঃ জুলফিকার বলছি। একজন হতভাগ্য তরুণ প্রভাষক ও বিজ্ঞানী। খারাপ খবরটি আগে দেই।এটি শুনে যখন মন খারাপ হয়ে যাবে তখন ভালো খবরটি মন ভালো করে দেবে। খারাপ খবরটি হলো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভালো খবরট...