মানবতার গান - মুহাম্মদ ফাহিম করিম কোন সে মোহের পিছে ছুটে মানবতা বিসর্জন দেও তোমরা হাস্যোজ্বলে, সর্বশ্রষ্ঠ জীবের নামে সর্বনিকৃষ্টের প্রমাণ দেও বারেবারে, বিবেক শব্দটা শেষ কবে শুনেছ পারবে কি মনে করতে। বিবেক শব্দখানির মর্মার্থ কভু চেয়েছ কি বুঝতে, নাকি মিছে প্রভাবের স্রোতে গা ভাসাতে বড্ড ভালো বোধ করো যে। মেধার নামে তোতাপাখির অনুসরণ করে বিশ্বজয় চাও করতে, ভাড়ামি করে যাও কেনো নৃপতি হতে । মিছে খ্যাতির সংজ্ঞা তো পাল্টায় বারেবারে প্রতি মুহূর্তের আবর্তনে । সময়ের ঘোড়ার দৌড়ে তাল মিলিয়ে পেরেছো কি অমর হতে। এত অহংকার নিয়ে নিদ্রায় যাওবা কিভাবে অহংকারীর পরিচয় কি পারবে, পথের ধারের সে অভুক্ত অশ্রুসিক্ত শিশুটির মুখে হাসি ফোটাতে হাসি নাইবা ফোটাতে পারো, যদি একটি অভুক্ত শিশুর মুখে নিজের সত্তা দিয়ে তবে,তোমার এত ডিগ্রী,খ্যাতি গলায় ঝুলিয়ে টাকার দাস সাজতে যাওইবা কেনো । এত সৌন্দর্য বলে চিৎকার করে করে সে মুখোশধারী সুন্দরের পিছে, যাওবা কেনো নিজেকে বিসর্জন দিতে। তোমাদের নিকট পরিচিত সে সুন্দর তো দৃষ্টিভ্রম বিনে আর কিছুই নয় যে, সে সত্য কি তোমাদের কাছে আজও রয়ে গেছে মিথ্যের নামে, নাকি এক জোড়া চোখ শুধু ...
প্রিয় মানুষ বিপুল আহমেদ বিশাল মাঝে মাঝে দুর্গন্ধ ও সুগন্ধ ফুলের মতো, যদি প্রিয় মানুষটি সাথে থাকে! অনেক দূরের বাঁকা পথ সহজ কাছের পথ হয়ে যায়, যদি প্রিয় মানুষটির হাতে হাত রেখে হাঁটা হয়! মাঝে মধ্যে অসম্ভব কাজ ও সম্ভব হয়, যদি প্রিয় মানুষটি পাশে থাকে! যে মানুষটি কখনো পাঁচ মিনিট একা বসে অপেক্ষা করেনি, যদি প্রিয় মানুষটি হয় ঘন্টার পর ঘন্টা একা বসে অপেক্ষা করেছে!! নিজেকে অনেক অসুস্থর মধ্যে ও সুস্থ মনে হয়, যদি প্রিয় মানুষটি সিটের পাশের চেয়ারে বসে থাকে!! পুরা পৃথিবীকে অন্ধকার মনে হয় কোথাও আলো নেই, যদি প্রিয় মানুষটি কষ্টে থাকে!! মৃত্যু কে আপন করে বরন করবো, যদি আমার মৃত্যুতে প্রিয় মানুষটি সুখি থাকে!! প্রচ্ছদ : শাহেদ-উর রহমান দীপ্র